অস্ট্রেলিয়া - পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম দেশ। তাহলে কেনো যাবেন না এই দেশে?
চলুন জেনে আসি অস্ট্রেলিয়াতে যাওয়ার ৬ টি গুরুত্বপূর্ণ কারণ -
১। ভিসা- আপনি যদি একজন সচেতন মানুষ হোন তাহলে অবশ্যই নিজের দক্ষতাকে প্রতিনিয়ত উন্নত করবেন যেন কোথাও নিজের অদক্ষতার কারণে ছোট হয়ে বা পিছিয়ে থাকতে না হয়!! যদি তাই ই হয় তাহলে অস্ট্রেলিয়া আপনার জন্য ই অপেক্ষা করছে কেননা মোটামুটি ভালো ল্যাঙ্গুয়েজ স্কোর এবং একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে ভিসা পাওয়াটা অনেকটাই সহজ এই দেশে। প্রসেসিং এর সকল পর্যায় ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ায় ৮০-৯০% + ভিসা সাকসেস হিস্টোরি রয়েছে ।
২। ক্যারিয়ার গ্রোথ- প্রায় ২৭ মিলিয়ন জনসং্খ্যার দেশ অস্ট্রেলিয়া যেমন শান্তি প্রিয় তেমনি এখানে ক্যারিয়ার গ্রোথ বেশ প্রগ্রেসিভ। সপ্তাহে ৫ দিন অফিস তারপর বাকি ২দিন ছুটি এবং এখানে ওয়ার্ক-লাইফ ব্যালেন্স বেশ স্থির এবং অপটিমাইজড। তাই - ক্যারিয়ার বা কাজের পাশাপাশি নিজেকে সময় দেয়া বা পার্সোনাল ডেভেলপমেন্ট এর সম্ভাবনাও উল্লেখযোগ্য ।
৩। জীবনযাত্রা- আগেই বলেছি সপ্তাহে ২ দিন ই ছুটি কাটানোর সুযোগ থাকে এই দেশে তাই জীবনযাত্রার মান এখানে শান্ত, সুন্দর ও গোছানো। রাস্তায় দুজন অপরিচিত মানুষ হাস্যোজ্জ্বল ভাবে একে -অন্যকে গ্রিট করেন। জনবহুল তো নয় ই তাই যার যেমন ইনকাম তার তেমন ই কোয়ালিটিফুল জীবন চলে এখানে। এক কথায় কোয়ালিটিফুল জীবনযাত্রার একটা ধারা পেয়ে যাবেন এই মহাদেশে।
৪। মাল্টিকালচার- বিভিন্ন দেশের বিভিন্ন ধর্ম ও বৈচিত্রের মানুষজনের বাস হওয়ায় এই দেশে বেশ বৈচিত্র্যতা ফুটে ওঠে তাদের উদযাপন থেকে। এখানে প্রায় বিখ্যাত সব দেশ ও বৈচিত্র্য কে সম্মান করে ভিন্ন ভিন্ন কালচারাল এক্টিভিটি ও সেলিব্রেশন লক্ষ্য করা যায় যার দরুন আপনি লোকাল ও কমিউনিটি ইভেন্টগুলাতে পশ & প্যাম্পায়ার্ড হবেন ভীষন।
৫। ল্যান্ডস্কোপ- অস্ট্রেলিয়া আসলে ভূ এবং প্রাকৃতিক বৈচিত্র্যময় একটি দেশ। এর একদিকে যেমন আছে ধূ ধূ মরুভূমি অন্যদিকে বিশাল বিশাল জলপ্রপাত আবার অপূর্ব সমুদ্রসৈকত,বরফে ঘেরা পাহাড়। ভিন্ন ভিন্ন স্টেটে এই ভিন্ন বৈচিত্র্যতার স্বাদ তারাই বেশ উপভোগ করতে জানে যারা খুব প্রকৃতিপ্রেমী হয়ে থাকে। অবসর সময়টা কিভাবে কাটাবেন তা আর ভাবতে হবেনা এখানে।
৬। এবার আসি অন্যতম এক গুরুত্বপূর্ণ বিষয় - নিরাপত্তা। তুলনামূলক ভাবে অস্ট্রেলিয়ায় নিরাপত্তার বিষয়টিও এখানে কোয়ালিটিফুল। যদিও করোনার পরবর্তি সময়ে প্রায় সবখানেই অপরাধপ্রবণতা বেড়ে গিয়েছে মোটামুটি কর্মস্থল একটু সংকীর্ণ হয়ে যাওয়ায়। তারপরও অন এভারেজ এখানে নিরাপত্তার বিষয়টির জন্য অনেকেই পছন্দের শীর্ষে রাখেন অস্ট্রেলিয়াকে। যেখানে আপনি যদি ভুল করেও বাড়ি লক করেও চলে যান তাহলে চুরি হবার সম্ভাবনা কম বা রাস্তায় হুট করে এট্যাকড হবার সম্ভাবনাটাও কম আছে। জীবন যেখানে নিরাপদ ও সুন্দর সেখানেই তো ঘাঁটি বাঁধবো তাইনা??
তবে- আবারো বলছি- নিজেকে যারা একটু হলেও ভালোবাসি তাদের জন্য বলা চলে পছন্দের তালিকায় নামার ওয়ান অস্ট্রেলিয়া, অবশ্যই।।